অটোমোবাইল শিল্পঃ কারিগরি দিক

May 17, 2017

বাংলাদেশে অটোমোবাইল শিল্প এখনও সংযোজন শিল্পের পর্যায়ে রয়েছে। এ শিল্পের জন্য বড় আকারের বিনিয়োগ দরকার যা দেশীয় বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়াই মুলতঃ  এর প্রধান কারন। তা সত্ত্বেও বাংলাদেশে কিছু মোটরসাইকেল নির্মাণ কারখানা গড়ে উঠেছে। অটোমোবাইল শিল্পে  যে সকল সাধারণ  মেশিনারিজ ব্যবহার  হয় সেগুলো হলঃ

১।হাইড্রলিক প্রেস।
২।ওয়েল্ডিং মেশিন।
৩।পাওয়ার প্রেস।
৪। মেশিন টুলস।
৫।প্লাস্টিক ইঞ্জেকশন মেশিন।
৬।মেটাল কাস্টিং মেশিন।
৭।পাইপ বেন্ডিং মেশিন।
৮।স্যান্ড ব্লাস্টিং মেশিন।
৯। পেন্ট বুথ।
১০।টেস্টিং মেশিন।
১১। এসেম্বলি মেশিন।
১২।  জিগ্ -ফিক্সার। 
এছাড়াও অনেক কাস্টমাইজড বিশেষায়িত মেশিন ব্যবহার করা হয়ে থাকে।  
Powered by Blogger.