তৈরি করুন কাঠের আসবাবপত্র

May 15, 2017

INDUSTRIES IN BANGLADESH:15-05-17
আসবাব তৈরিতে কাঠ এখনও অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান।বাংলাদেশে অনেকগুলো বৃহৎ আকার আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান রয়েছে। তা সত্ত্বেও ক্ষুদ্র ও কুটির শিল্প হিসাবে কাঠের আসবাবপত্র তৈরি ব্যাপক বিস্তার লাভ করেছে। প্রধানতঃ ছোট শহরগুলতে হাতে তৈরি কাঠের আসবাব বেশী জনপ্রিয়।

আমাদের দেশে হাতে তৈরি যে সব  কাঠের আসবাবপত্র পাওয়া যায় তা গুনগত মান সম্পন্ন নয়। এর কারন প্রধানতঃ দক্ষতার অভাব এবং বিভিন্ন ধরনের আধুনিক টুলসের ব্যাবহার না করা। এছাড়া ডিজাইনারের সল্পতা তো আছেই। মাণ সম্পন্ন আসবাব তৈরিতে এই শিল্পে আধুনিকায়ন তাই এখন সময়ের দাবি।

ছোট আকারে আসবাব তৈরির কারখানা করতে চাইলে আপনার প্রয়োজন হবে কিছু হ্যান্ড টুলস অথবা পাওয়ার টুলস ,কাঠের কাজের দক্ষতা এবং ডিজাইন করার ক্ষমতা। এখানে টুলসের একটা লিস্ট দেওয়া হল, বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

হ্যান্ড টুলসঃ
১।করাত ।
২।বাটালি।
৩।রাইদা বা প্লানার।
৪।র‍্যাত।
৫। ক্লাম্প।

পাওয়ার টুলসঃ
১। সঃ কাটার।
২।ড্রিল মেশিন।
৩। উড কারভিং মেশিন ইত্যাদি।
৪। লেদ।



Powered by Blogger.