মোল্ড এবং ডাই: কিভাবে তৈরি করবেন

May 14, 2017

প্লাষ্টিক চেয়ারের মোল্ড 
প্রধানতঃ প্লাস্টিক শিল্পে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য মোল্ড প্রয়োজন হয়। এছাড়াও ধাতু ঢালাই কাজে মোল্ড ব্যবহার করা হয়। ডাইয়ের সাহায্যে শিট মেটাল বেন্ডিং  এবং কাটিং করা হয়। 
বিভিন্ন ধরনের মোল্ড এবং ডাই এখন দেশেই তৈরি হচ্ছে। তবে গুনগত মাণ ভাল না হওয়ায় এখনও প্রধানতঃ আমদানি করা মোল্ড এবং ডাইয়ের উপরই দেশীয় শিল্প নির্ভরশীল হয়ে আছে। উন্নত মানের মোল্ড এবং ডাই উৎপাদন করা গেলে তা নিঃসন্দেহে একটি আমদানি বিকল্প খাতে পরিনত হবে।  

মোল্ড এবং ডাই তৈরিতে নীচের মেশিনগুল প্রয়োজন হয়ঃ
১।ভার্টিকাল মিলিং মেশিন বা  VMC 
২।রেডিয়াল লেদ মেশিন।
৩।ই. ডি. এম. ও ওয়ার কাট মেশিন বা  EDM
৪।সারফেস গ্রাইনডি ং মেশিন।
৫।সেপার মেশিন ইত্যাদি

আপনি যদি মোলড এবং ডাই শিল্পের প্রতি আগ্রহী হয়ে থাকেন তবে  বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে  পারেন। 








Powered by Blogger.