মেশিন টুলসঃ কিভাবে তৈরি করবেন
মেশিন টুলস উৎপাদনঃ
INDUSTRIES IN BANGLADESH: 17-05-17
মেশিন টুলস উৎপাদন শিল্প প্রকৌশল শিল্পের অন্যতম সহায়ক শিল্প। নান প্রতিবন্ধকতার কারনে বাংলাদেশে মেশিন টুলস তৈরি শিল্প বিকাশ লাভ করেনি। তা সত্ত্বেও কিছু কিছু সাধারন ধরনের মেশিন টুলস এখানে তৈরি হয়। তবে এ সব মেশিন টুলসের মাণ ভাল নয় বিধায় এ শিল্প আমদানি নির্ভর হয়ে আছে। এ ছাড়াও দক্ষ ডিজাইনার এবং ইঙ্গিনিয়ারের অভাবে আধুনিক কম্পিউটার চালিত মেশিন টুলস দেশে এখনও তৈরি করা সম্ভব হয়নি।মেশিন টুলস তৈরিতে নিম্ন লিখিত মেশিনগুলো দরকার হয়ঃ
১।মেশিন টুলস যেমনঃ লেদ, মিলিং, শেপার, গ্রাইন্ডার মেশিন।
২।গিয়ার কাটার।
৩।ড্রিল মেশিন ইত্যাদি।

