বৃহৎ শিল্প

March 09, 2017

বৃহৎ শিল্প 

A large garments industry in Bangladesh


বৃহৎ শিল্প:

যে সকল শিল্পে বৃহৎ আকারে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সাহায্যে মাস-প্রোডাকশনের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয় তা বৃহৎ শিল্প হিসাবে বিবেচিত হয় । এ সকল শিল্পে উৎপাদিত পণ্যের মূল্য অপেক্ষাকৃত কম হয়ে থাকে যার ফলে বাজারে সুবিধাজনক অবস্থান তৈরি হয়। তবে যে কোন বৃহৎ শিল্প স্থাপন ও পরিচালনা করার জন্য বড় আকারের অর্থের প্রয়োজন।

১। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প।
২। স্টিল ও আইরন শিল্প।
৩। বিদ্যুৎ উৎপাদন শিল্প।
৪। গাড়ী নির্মাণ শিল্প।
৫। জাহাজ নির্মাণ শিল্প।
৬। ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প।
৭। ইউরিয়া উৎপাদন শিল্প।
৮। ঔষধ শিল্প।
৯। সিমেন্ট শিল্প । 
Steel melting factory in Bangladesh

Chemical production plant

Powered by Blogger.