প্রকৌশল সহায়ক শিল্প
প্রকৌশল সহায়ক শিল্প
![]() |
| Cutting tools for machine tools |
প্রকৌশল সহায়ক শিল্পঃ
প্রকৌশল শিল্পে যে সকল যন্ত্রপাতি এবং উপকরন ব্যাবহৃত হয় তা
উৎপাদনের জন্য প্রকৌশল সহায়ক শিল্প গড়ে উঠেছে । প্রকৌশল শিল্পের স্বার্থেই এ সকল
সহায়ক শিল্পের বিকাশ অত্যন্ত জরুরী ।
এ ধরনের কিছু শিল্পের তালিকাঃ
১। মেশিন টুলস তৈরি শিল্প ।
২। কাটিং টুলস তৈরি শিল্প।
৩। হ্যান্ড টুলস ও ইলেকট্রিক টুলস তৈরি ।
৪। শিরীষ কাগজ তৈরি।
৫। এডহেসিভ উৎপাদন।
৬। ধাতু ঢালাই শিল্প।
৭। বিভিন্ন ধরনের কাটার উৎপাদন।
![]() |
| Metal cutting wheel |
![]() |
| Emery paper for surface finishing |



