কৃষি ৩.০ বা কৃষি শিল্প

March 04, 2017

Farmer checking crop using IT setup
INDUSTRIES IN BANGLADESH:04-03-17
কৃষি ৩.০ , যা আমরা এতদিন দেখে এসেছি  সেই কৃষি হতে অনেকটাই আলাদা , বলতে গেলে এটা  এখন  শিল্প । তাই এটাকে আমি বলি কৃষি শিল্প । কৃষি ৩.০ পাশ্চাত্যে এখনি প্রতিষঠিত একটি শিল্প  কিন্তু আমাদের দেশে তা একেবারে প্রাথমিক অবস্থায় আছে । তবে দিন দিন যেভাবে শিক্ষিত লোকজন এতে যুক্ত হচ্ছে তাতে আমাদের কৃষিও শিল্পের দিকেই আগাচ্ছে ।

অন্যান্য শিল্পের মত কৃষি শিল্পেও ভোক্তার চাহিদা মত পণ্য উৎপাদন করা হয়  এবং তথ্য ও অন্যান্য প্রযুক্তির ব্যাবহারে মাধ্যমে শুরু থেকে শেষ পর‍্যন্ত উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় । অধিকতর যান্ত্রিক এবং নিবিড় চাষাবাদ এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য । এখানে চাষাবাদ সমগ্র প্রসেসের অংশ মাত্র ।


পন্যের ধরনের উপর ভিত্তি করে এই শিল্পকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি যেমনঃ
১। শস্য উৎপাদন শিল্প ।
২। সবজি উৎপাদন শিল্প ।
৩। ফল উৎপাদন শিল্প ।
৪। ফুল উৎপাদন শিল্প ।
৫। পোলট্রি শিল্প ।
৬। মৎস্য শিল্প ।
৭। পশুপালন শিল্প ।
ও অন্যান্য শিল্প ।   

Use of machine in farming

Powered by Blogger.