ক্ষুদ্র ও মাঝারি শিল্প
ক্ষুদ্র ও মাঝারি শিল্প
![]() |
| Wood working shop |
ক্ষুদ্র ও মাঝারি শিল্প:
শিল্পের আকারের ভিত্তিতে যে শ্রেণী বিন্যাস করা হয় তাতে ছোট
আকারের যে কোন শিল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসাবে বিবেচিত হয়ে থাকে । সম্পূর্ণ
বাক্তিগত উদ্যোগে পরিচালিত এ সকল শিল্প প্রতিষ্ঠান আকারে ছোট হলেও দেশের
অর্থনীতিতে বিরাট অবদান রাখছে । এ ধরনের যে কোন শিল্প ভবিষ্যতে বৃহৎ শিল্পে পরিনত
হতে পারে ।
১। হস্ত ও কুটির শিল্প।
২। পাটজাত পণ্য তৈরি।
৩। চামড়া জাত পণ্য তৈরি।
৪। হ্যান্ডই ক্রাফট।
৫। গৃহস্থালি সামগ্রী তৈরি।
৬। পোশাক ও ফ্যাশন ওয়ার তৈরি।
৭। প্রিন্টিং এবং পাকেজিং শিল্প ।
৮। কাঠের বা অন্যান্য আসবাব পত্র তৈরি।
৯। অন্যান্য দেশীও পণ্য। ![]() |
| Hand loom for cloth production |
![]() |
| Small Scale bottling plant |



