কৃষি সহায়ক শিল্প

March 07, 2017

কৃষি সহায়ক শিল্প

Seed production

কৃষি সহায়ক শিল্পঃ

কৃষি শিল্পে যে সকল উপকরন দরকার হয় তা উৎপাদনের জন্য কৃষি সহায়ক শিল্প গড়ে উঠেছে । কৃষি উৎপাদন নিশ্চিত করা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার জন্য কৃষি সহায়ক শিল্পের উন্নয়ন এবং বিকাশ অত্যন্ত জরুরী । এর জন্য প্রয়োজন এই শিল্পে আরও অধিক বিনিয়োগ । তবে আশার কথা এই যে, অধিকাংশ কৃষি সহায়ক শিল্পে বিনিয়োগ লাভজনক হতে পারে ।

কিছু কৃষি সহায়ক শিল্প যেমনঃ
১। হাঁস-মুরগী, মাছ ইত্যাদির খাদ্য বা ফিড মিল ।
২। বীজ ও চারা উৎপাদন ।
৩। কৃষি যন্ত্রপাতি তৈরি ।
৪। কৃষি প্রক্রিয়াজাতকরনের যন্ত্রপাতি তৈরি ।
৫। কোল্ড স্টোরেজ ।
৬। জৈব, অজৈব সার, কীটনাশক ইত্যাদি উৎপাদন ।
৭। ঘাস উৎপাদন ।
৮। পরীক্ষণ ল্যাব স্থাপন ও পরিচালনা।
৯। ভেটেনারি ওষুধ উৎপাদন।
১০। টিস্যু কালচার ল্যাব স্থাপন
১১। কৃষি গবেষণা ও জাত উদ্ভাবন।

Feed mill

Tissue culture lab

Tractor manufacturing

Powered by Blogger.