হালকা প্রকৌশল শিল্প
![]() |
| An engineering workshop |
হালকা প্রকৌশল শিল্প, প্রকৌশল শিল্পের একটি অংশ যেখানে বিভিন্ন ধরনের ছোটখাটো প্রকৌশল পণ্য, যন্ত্রাংশ অথবা ছোটখাটো যন্ত্রপাতি তৈরি করা হয় । আমাদের দেশে এটি মূলত আমদানি প্রতিস্থাপক শিল্প হিসাবে গড়ে উঠেছে, যদিও রপ্তানিমুখী শিল্প এবং ব্যাক ইয়ার্ড লিঙ্কেজ শিল্প হিসাবে এটি বিকাশ লাভ করছে । কিছু হালকা প্রকৌশল শিল্প নিম্নরুপ হতে পারেঃ
১। সকল ধরনের যন্ত্রাংশ তৈরি।
২। ছোট যন্ত্রপাতি তৈরি।
৩। ছোট হোম এপ্লাইয়েন্স উৎপাদন।
৪। গৃহ নির্মাণ উপকরন উৎপাদন।
৫। ছোট ইলেকট্রিকাল সামগ্রী উৎপাদন।
৬। ধাতু ঢালাই শিল্প।
৭। প্রকৌশল পণ্য যেমনঃ নাট, বল্টু, ওয়াশার, ক্লিপ, স্প্রিং, হোশ
ইত্যাদি উৎপাদন।
৮। মোলড এবং ডাই তৈরি।
![]() |
| An Engineering workshop |
![]() |
| A Mold and Die factory |



